ইঁট পিচ আর তার ওপর ঝুরোবালি
চাপা পড়া মাটি আর কাঁহাতক বল
বাতাসের কানে ফিসফাস চোরা গলি
জমা জঞ্জাল ঘুরপথ তেল কল
উড়ো ধুলো রোজ ঢাকছে হৃদয়পুর
বৃষ্টি নামাও ফরিস্তা আসমানি
এতটুকু জল কলতলা চানঘর
শালিকের ডানা জমা প্রেম আলসেমি
এ শহর জানে রঙ মানে প্রজাপতি
এ শহর জানে বিকেলের এলোচুল
এ শহর লেখে নিষিদ্ধ রূপকথা
এ শহর জানে নীরবতা মানে ভোর ।।

No comments:
Post a Comment