কবি পরিচিতি-''সাদামাটা
জীবনকে ছুঁয়ে ছুঁয়ে ঠিক মাটির কাছটিতেই থাকতে ভালবাসার মানুষ
বুবুসীমা চট্টোপাধ্যায় । জন্মসূত্রে রাণীগঞ্জের
গ্রামবাংলায় সবুজের বুকে বড় হওয়া এবং সাহিত্য - নাটক
- আবৃত্তিচর্চা চালিয়ে যাওয়া শিক্ষা গ্রহনকরা বাংলার
শিক্ষক বাবার হাত ধরে। । বিবাহসূত্রে একদিন কলকাতায়
একটুকরো ভালোবাসার শিকড় খুঁজে পেতেই নূতনকরে সবকিছু ফিরে পাওয়া আবার ।
হারিয়ে যাওয়া বলে কিছু হয়না সব গচ্ছিত থাকে কোথাও না কোথাও। জীবন যখন যা
দিয়েছে তারিয়ে তারিয়ে উপভোগ করা ছাড়া জীবন দেখা যায়না তা সে সুখ-বা দুঃখ , সময়- বা
অসময় যায় আসুক না কেন আর ভালোবাসায় বিশ্বাসী বুবুসীমা । আঞ্চলিক কবিতা
তাঁর জন্মলগ্ন থেকেই ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ পাওয়া তাই আঞ্চলিক লেখাতে এবং
আবৃত্তিতে একটা ছোট্ট ভালোবাসার স্বীকৃতি পাওয়া নিয়মিত
দূরদর্শনে এবং বেতারে । বিভিন্ন পত্রপত্রিকায় লেখালেখি ছাড়াও বুবুসীমা
চট্টোপাধ্যায়ের কাব্যগ্রন্থ ''মর্জি ময়ূখ '' ভীষণ জনপ্রিয় ; তাছাড়াও '' ভোরের
খামখেয়ালী '' নামে একটি পত্রিকা সম্পাদনা করেন মনের তাগিদে , যেখানে
নামী লেখক-লেখিকাদের সাথে নতুনদের লেখালেখি নিয়মিত ভালোবাসার বন্ধনে বেঁধে প্রকাশ
করেন। রান্না- ঘরকন্না - সেবা সবকিছু সেরে প্রতিটি নারীর একটুকরো সময় একদম নিজের
ভালোবাসার সময় যদি বের করতে পারে তবে সে জয় করবেই; বুবুসীমা চট্টোপাধ্যায় সেইটুকুই
করে । তাঁর মূলমন্ত্র --- [সব শুঁয়োপোকা প্রজাপতি হবে আমি থাকি
সাই আশাতে ...]''
-------------------------------------------------------------------
তোমার গল্প অনেক বলেছি তাঁকে
তাঁর গল্প তুমি কি শুনেছো কিছু ?
তোমার বাড়ির বকুল ঝরা গলি
কুচিকুচি কথা সেখানে রেখেছি কিছু...।।
তুলে নিতে পারো ইচ্ছে হলেই তুমি
না নিলেও কিছু আসে যায় না তো আমার,
কথারা যখন কবিতা হয়ে ফোটে
নরম ঘাসে সব কবিতায় তোমার...।।
না নিলেও কিছু আসে যায় না তো আমার,
কথারা যখন কবিতা হয়ে ফোটে
নরম ঘাসে সব কবিতায় তোমার...।।
তোমার গানে ঘুম ভেঙে গেল যেই-
তাঁকেই আগে শোনাতে ইচ্ছে হল
আমি তো আমিই , কারোর মতই নই
তবুও কেন কবিতা লিখতে বলো ?
তাঁকেই আগে শোনাতে ইচ্ছে হল
আমি তো আমিই , কারোর মতই নই
তবুও কেন কবিতা লিখতে বলো ?
ঠাণ্ডা পড়েছে জাঁকিয়ে এবার বুঝলে !
বেলা হলে আজ রেলকলোনিতে যাবো
যে আসবে বলে রাখা ছিল দুটো কম্বল
আসলো না আজ সে , ওখানেই দিয়ে দেবো।।
বেলা হলে আজ রেলকলোনিতে যাবো
যে আসবে বলে রাখা ছিল দুটো কম্বল
আসলো না আজ সে , ওখানেই দিয়ে দেবো।।
আমার কবিতা বড্ড সেকেলে জানো ?
ওরা বলে সব- 'জাতে উঠবে না দেখো '
জাত বা বেজাত বোঝে নাকি এই বুদ্ধু ?
ওদের জড়িয়ে একটু আদর খাবো ।।
ওরা বলে সব- 'জাতে উঠবে না দেখো '
জাত বা বেজাত বোঝে নাকি এই বুদ্ধু ?
ওদের জড়িয়ে একটু আদর খাবো ।।
তুমি কিন্তু গানে গানে এসো রোজ -
তোমার কথা বলেছি আমার তাঁকে,
তোমার বাড়ির ডালিয়া ফুটছে যখন
আমি আর সে দাঁড়িয়ে দেখবো ছাতে ।।
তোমার কথা বলেছি আমার তাঁকে,
তোমার বাড়ির ডালিয়া ফুটছে যখন
আমি আর সে দাঁড়িয়ে দেখবো ছাতে ।।

No comments:
Post a Comment