আজ খোকনের দোকানে চায়ের
দাম বেড়েছে।
এক টাকা প্রতি কাপ।
এই নিয়ে বিস্তর জলঘোলা…
লেনিন, মাওসেতুঙ,
এমনকি বুদ্ধ থেকে মোদি।
কারণ, চায়ের দাম
বেড়েছে কাপ প্রতি এক টাকা।
গান্ধীর কষ্ঠিপাথরের
মূর্তিতে জমছে কাকের বিষ্ঠা।
কাল ধর্মতলায়
মিটিং।
কাতারে কাতারে জনতার
দাবি মুখ্যমন্ত্রীর ইস্তফা।
বাদ যায়নি
প্রধানমন্ত্রীও।
কারণ, গান্ধীর কালো চোখ
সাদা বিষ্ঠায় বুজে গেছে।
পরশু মিছিল আছে
রেডরোডে। ধর্নামঞ্চে অনশন।
বিষয় – মানবাধিকার।
দূর্ভিক্ষপীড়িত
সোমালিয়া, রোহিঙ্গাদের পূনর্বাসস্থান,
নারীমুক্তি,
শিশুশ্রমিক..
কারণ, বিশ্বব্যাঙ্ক
থেকে ফান্ড এসেছে উদযাপনের।
পিঁপড়ে লাগা জামগাছের
ডালে ঝুলছে প্যামফ্লেট।
“নিষিদ্ধ প্রতিবেদন -
১"
আজ এসেছে আয়কর দপ্তরের
চিঠি, অনাদায়ী করের পরিমান...
একুশ লক্ষ বাইশ হাজার
তেইশ টাকা
“নিষিদ্ধ প্রতিবেদন -
২"
কাল নাকি গ্রেপ্তারের
শমন পাঠাবে মহামান্য আদালত..
কারণ, কাজের ঝি-এর গায়ে
‘নিষ্ঠীবন প্রক্ষেপন’
“নিষিদ্ধ প্রতিবেদন -
৩"
এইমাত্র জানলাম, আমার
সাত বছরের পুরাতন প্রেমিকা
আগামি পরশু মামলা দায়েব
করবে উচ্চ আদালতে।
আমারই বিরুদ্ধে।
অভিযোগ – “ধর্ষণ”

No comments:
Post a Comment