এই পৃথিবীতে কোন কিছুর দাবী নেই আমার,
এই জগৎসংসার , এই জীবন...
এই বেঁচে থাকার গল্প ,
প্রতিনিয়ত বেড়ে ওঠা ,
সময়ের টিকটিক ।
তুমি যখন দূরে থাকো,
তোমার আঁচল উড়তে থাকে
কোন হাওয়ায়... বা তোমার চুল ,
তোমাকে ভাবি
নিজেকে উড়িয়ে দিই
স্বপ্নে ভাবনায় ,
আর তোমাকে পেতে শুরু করি, অল্প অল্প করে...
তোমাকে পাই আমার স্বপ্নে, আমার জাগরণে ।
কিন্তু তুমি যখন বল , “ এ পাওয়াই কি সব ?”
তখন ভাবি এ জীবন বোধহয় বৃথা ।
আবার ভাবি, সব পাওয়াই কি জীবন !
কিছু না পাওয়ার ভিতর বোধহয় ,
অনেকটা পাওনা থেকে যায় ,
যার জন্য এই জীবন, এই বেঁচে থাকা,
এই ভাললাগা... আর এই ভালবাসা ।

No comments:
Post a Comment