Monday, January 23, 2017

সম্পাদকীয়...অলোক চৌধুরী

শুভ নববর্ষ। ভালোমন্দ মিশিয়ে কেটে গেল আরও একটা বছর। ২০১৬ সালকে বিদায় জানিয়ে আমরা হাসিমুখে বরণ করে নিয়েছি ২০১৭ সালকে। গতবছরে মাঝের মাত্র দুটি মাস বাদে আমরা এই পত্রিকা প্রতি মাসেই বার করেছি। এই ই-ম্যাগটি চিলেকোঠা গ্রুপের একটা প্রকাশনা। তাই গত বছর চিলেকোঠা গ্রুপ যে নানা কর্মকাণ্ডের মধ্যে নিয়োজিত থেকেছে তার একটা সালতামামি নীচে পেশ করছি। প্রথমেই আসছি ৩০ জানুয়ারী, বইমেলাতে চিলেকোঠা তাদের সদস্যদের প্রকাশিত বই বিক্রিতে অংশগ্রহণ করেছে। ১৪ ফেব্রুয়ারী আমাদের সদস্য সোমঋতা মল্লিকের বাড়িতে অনুষ্ঠিত হয়েছে চিলেকোঠার সাহিত্য আড্ডা। ২০ মার্চ ডোমজুড়ে আমরা পালন করেছি বসন্ত উৎসব। ২৭ মার্চ বিড়লা একাডেমীতে অনুষ্ঠিত চিলেকোঠা জলসাঘরের শিল্পীদের সমবেত সঙ্গীত উপস্থিত দর্শক শ্রোতাদের মুগ্ধ করেছে। ২ মে বাংলা একাডেমীতে চিলেকোঠা জলসাঘরের শিল্পীদের শ্রুতিনাটক পরিবেশনা। ১৪ মে ময়ূরপঙ্খী লঞ্চে গঙ্গাবক্ষে আনন্দ অনুষ্ঠান। ২৭ মে বিকালে আমরা মিলিত হয়েছিলাম মোহরকুঞ্জে। মধুমিতা ভট্টাচার্যের বাড়িতে সাহিত্য আড্ডা হয়েছিল গত ২৫ জুন। ওই বছরে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ISC, ICSE এবং CBSE উত্তীর্ণ আমাদের চিলেকোঠার সদস্যদের ১২ জন পুত্রকন্যাকে ৯ জুলাই আমরা অবনীন্দ্র সভাঘরে এক সম্বর্ধনা অনুষ্ঠানে সম্বর্ধিত করেছিলাম। ১৮ আগষ্ট বরাহনগর মিলনতীর্থ বৃদ্ধাশ্রমে আমরা ৬০ জন আবাসিককে রাখিবন্ধনে আবদ্ধ করেছি। ২ অক্টোবর মহেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের ৫৮ জন দুঃস্থ ছাত্রছাত্রীকে আমাদের চিলেকোঠা সদস্যদের দেওয়া অনুদান পৌঁছে দিয়েছি। ৩০ নভেম্বর চিলেকোঠা জলসাঘরের শিল্পীরা বাংলা একাডেমীতে শ্রুতিনাটক পরিবেশনা করেছেন। ১১ ডিসেম্বর আমাদের গ্রাণ্ড পিকনিক অনুষ্ঠিত হয়েছে বড়া তপোবন উদ্যানে। আশা রাখি এ বছরেও চিলেকোঠা নানা সামাজিক এবং নানা আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে তার আপন জয়যাত্রা সুদৃঢ় করবে। এবারে আসছি দেশের খবরে। গত ৩১ মার্চ ভরদুপুরে বিবেকানন্দ রোড ও রবীন্দ্র সরণীর মোড়ে নির্মীয়মান বিবেকানন্দ ফ্লাই ওভারের দুটি ডেক ও সার্ভার ভেঙে ২১ জন হতভাগ্য পথচারীর মৃত্যু হয়েছে। ২৮ জুলাই চলে গেছেন ১৯৯৬ সালে জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত লেখিকা মহাশ্বেতা দেবী। আবার আনন্দের খবর গত বছরের ডিসেম্বরে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত হলেন সবার প্রিয় বর্ষীয়ান কবি মাননীয় শঙ্খ ঘোষ। গত বছর কোলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল এশিয়ার ২৫টি মিউজিয়ামের মধ্যে স্থান করে নিয়েছে। আর সবচেয়ে দর্শক সংখ্যা এখন ভিক্টোরিয়ার দখলে। গত বছর এভারেস্ট শীর্ষে উঠেছেন ১০ জন বাঙালী। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আমাদের ই-ম্যাগ পড়ুন, আপনার বন্ধুদের পড়তে উৎসাহিত করুন।
নমস্কার..

No comments:

Post a Comment

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া