ভেবে নাও, বেশ আছি আগুনের মত।
খুঁজে নাও, যত আছে শিশিরর ক্ষত!
শিশিরেরা মিশে যায়, আগুনেরা নেভে..
শীতঘুম শেষে প্রেমিকার কথা ভেবে...
ক্ষয়ে চলি ক্রমে ক্রমে, খাদে যাই নেমে।
তারপর বসন্ত এলে, কোনো এক দুরন্ত প্রেমে
পাতাঝরা পর্নমোচি বনে সবুজ চোখের নিশাচর
গুটিগুটি খুঁজে নেয় প্রেমিকের শেষ অস্থিকণা।
অচেতনা রাত্রি যেন পাপ-পুণ্য ধরেছে দুই হাতে...
ভেবে নাও ভালো আছি, ভেবে নাও তোমাদেরই সাথে
দোলপূর্ণিমা রাতে, যখন পূর্ণ চাঁদ হলদে হয়ে গেছে...
ঝুরঝুর ক'রে তাল, হিজল ছায়ার খুব কাছে
শীত নেমে এলে, আমি ঝ'রে যাই নিয়তি'র মত।
সমস্ত কথা কী খুলে বলা যায় প্রকাশ্যে তীব্র দিবালোকে?
সব গান লেখা যায় অনিবার্য খাগের কলমে?
রাত্রির ঘন ঠান্ডা নিবিড় হ'য়ে এলে, নিরালা বকের মত...
দাঁড়িয়ে রয়েছি আমি কাশবনে একা নির্জনে।

বড় সুন্দর লিখেছ
ReplyDeleteউপলব্ধির উপনিবেশে আপনাকে পাশে পেলাম। প্রণাম নেবেন।
ReplyDeleteভেবে নাও ভালো আছি, ভেবে নাও তোমাদেরই সাথে......
ReplyDeleteAami na vebei petechhai emoni osonkho aapnar lekha.....
Vishon bhalo thakben.
Jayanta বাবু, চেষ্টা করব আপনাদের ভালো লেখা উপহার দেবার।
ReplyDelete