Sunday, December 24, 2017

কবিতা / কবিতা তুমি / অর্পিতা ভট্টাচার্য





তোমার পাশে মনে মনে থাকা,
তোমার সাথে মনে মনে বাস।
দেখা যদি না হয় কখনও,
তবুও পাশে থাকবো বারোমাস।

তোমার সুখে খুশিতে মন ভরে,
তোমার হাসি মনকে ছুঁয়ে যায়।
হাতের মধ্যে না থাকলেও হাত,
মনটা আমার তোমার স্পর্শ পায়।

"কবিতা "আমি তোমায় ভালোবাসি,
ভালবাসা  বেহিসাবিই হয়।
শব্দগুলো স্পর্শ করেই শুধু,
মন তার খুশির ছোঁয়া পায়।

শব্দগুলো সাজিয়ে গুছিয়ে নিয়ে,
মনের কথা ভাষায় প্রকাশ করা,
দূরে থাকা আপনজনের কাছে,
পৌঁছে দেবার ইচ্ছে থাকে ভরা।

কবিতা তোমায় ভরসা করি আমি,
তাই তোমায়, সাজাই মনের কথায়।
তুমি শুধু পাশে থেকো আমার,
ভাবনা যেনো, তোমায় ছুঁতে পায়।




No comments:

Post a Comment

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া

সম্পাদকীয় ও চিত্রাঙ্কন-গৌতম সেন ... সম্পাদনা ও কারিগরী সহায়তা - নূপুর বড়ুয়া