যেন সময়ের রেলগাড়ি,
লম্বা পথের পাড়ি।
কে আবার? এই বছরগুলো!
ধুলোমাখা সে গাড়ির
সময়ের সারি সারি কামরাগুলো।
বহুদিন ধরে দেখছি বছর বছর,
বছর আসে, বছর যায় -
দিন-রাত এক ক’রে যাত্রা তার।
শুরু হতে শেষ
সুখ দুঃখ কান্না-হাসির রেশ
বুঝে উঠতে না উঠতে
সময়ের গাড়ি তার যাত্রা হয় শেষ।
নতুনের ঠাটবাট মুছে এবার যাবার পাট -
সামান্য দূরে ওই বৈতরণী ঘাট।
এখন ক্যালেন্ডারে বর্ষশেষ প্রায়,
পাততাড়ি গুটানোর পালা-
এখন শীতের বেলা – বিদায় অভিপ্রায়!

No comments:
Post a Comment