অটোয় বসে কলকল করে ঘামছে রিয়া, প্রায় দশমিনিট হল ট্র্যাফিকের জ্যামে আটকে, কিন্তু সেদিকে ওর ভ্রুক্ষেপ নেই।
কফিশপের ছবিটা কিছুতেই মন থেকে সরাতে পারছেনা।
নেট অন করতেই টুং করে মেসেজ ঢুকলো, সৌরভের মেসেজ --- ডিসগাস্টিং বলেও হঠাৎ একটা শব্দে চোখটা আটকে গেল ----'সুইসাইড'-- কি মনে হওয়ায় রিয়া একটা স্ক্রীনশট নিয়ে রেখে দিলো।
---
বাড়ি ফিরে সৌরভকে ফোন করলো রিয়া। জানালো, ওরা কাল মিট করবে। কাল, 'আহিরী' শপিংমলের মোড় থেকে ও সৌরভকে পিক-আপ করবে।
তারপর সৃজাকে একটা ফোন করে অনলাইন হতে বললো।
----
সৃজাকে ও সব জানালো। সৌরভ যে ওদের দুজনকে নিয়েই খেলছে
সেটা বোঝালো।
রিয়ার ভালবাসা না পেলে সৌরভ নাকি সুইসাইড করবে--স্ক্রীনশটটা সৃজাকে সেন্ড করলো রিয়া।
প্রচন্ড রেগে সৃজা একটা বোকামি করে বসলো, স্ক্রীনশটটা সৌরভকে পাঠিয়ে কৈফিয়ত চাইলো।
বুদ্ধিমান সৌরভ সব বুঝে গেলো।
---
পরদিন রাস্তায় একটা অ্যাকসিডেন্ট হয়েছিল, রিয়া নামের মেয়েটা আর কোনদিন কোন স্বপ্ন দেখবেনা!
এই ঘটনায় পর ভীত সৃজা নির্বাক হয়ে গেল।
--
দিনকয়েক পর এক কফিশপে দেখা গেল, সৌরভ তার অন্য 'শিকার' এর সাথে প্রেম প্রেম খেলায় মগ্ন হয়ে আছে।

No comments:
Post a Comment